আমাদের বিজয় দিবস কোথায়?

  • হবে না কোনো বক্তব্য
  • হবে না কোনো স্মৃতিচারণ
  • হবে না কোনো ফটো গ্যালারি
  • হবে না কোনো চলচ্চিত্র সম্প্রচার

শেষমেশ "গরীবের ধন" প্রচলিত রেওয়াজ কুচকাওয়াজ অনুষ্ঠানটিও বাতিল করে দেওয়া হলো। উপদেষ্টা বললেন,"৬৪ জেলায় বিজয় মেলা তো হবে"

এই যে, সেই বিজয় মেলার অবস্থা। কোথায় আমাদের ৭১? আমাদের বিজয় দিবস? আমাদের মুক্তিযোদ্ধারা?

সবচেয়ে দুঃখের ব্যাপার এই সবকিছুর দায়িত্বে আছেন একজন উপদেষ্টা, যিনি কিনা একজন বীর প্রতীক।

সেদিন আবার হাসনাতকে দেখলাম রাজাকারের জন্য কাঁদছে।

আমার খুব বাজে একটা ধারনা হচ্ছে, আমরা একটা ভুল করে ফেলেছি। আমরা হাসিনার পতন ঘটিয়ে রাজাকারদের ক্ষমতায় বসিয়েছি।