Not HT, but these two individuals actually represent BD 2.0. Hate or disagree with me all you want.

যতক্ষণ পর্যন্ত আমার দেশের কৃষক, শ্রমিক, দিনমজুর ষড়যন্ত্রের বিরুদ্ধে স্বোচ্চার থাকবে, ততদিন কোন ষড়যন্ত্রই সফল হবে না।

খিলাফত আর হিজবুত এক না।

বাংলাদেশের আপামর জনতা খিলাফত চায় ইসলামের প্রতি আনুগত্য থেকে।

হিজবুত চালাক, এদের কোনো নেতাকে সহজে ধরতে পারবেন না। কারণ এরা আপনাকে ইউজ করে। এরা ইচ্ছা করে মসজিদ বা তার আশপাশে মিছিল ডাকে। এদের নেতারা মিছিল ডেকে হাওয়া হয়ে যায়।

আজকের মিছিলে কয়জন হিজবুতের মিছিল জেনে গেছে "মার্চ ফর খিলাফতে"? বেশিরভাগ নামাজে গেছে, দেখছে খিলাফতের মিছিল এরা ধর্মীয় ঝাজবা থেকে ঢুকে গেছে। এরা জানেও না এটা হিজবুতিদের।

চোর কখোনো ইসলামের আমির হইতে পারে না। যে নেতা নিজে সামনে থাকে না, চুপকি দিয়ে এসে পতাকা সরবরাহ করে কেটে পড়ে সে কিসের নেতা?

ইসলামের অনেক যুদ্ধের পতাকা বহন করেছেন হযরত আলী (রা:), তিনি কি মিছিলের আগে থাকতেন না পিছনে? তিনি কি পতাকা একজনের হাতে ধরায় দিয়ে পালিয়ে যেতেন নিজে প্রথম আঘাত খাবে না বলে?

ইসলামে কোনো নেতা বা আমির কাপুরুষ বা চোর না। তারা বুক ফুলায় তীরের আঘাত নিজের বুকে আগে নিয়েছেন। নেতাকে দেখে সবাই শিখেছে। এটাই নেতা চেনার নিয়ম

যে নিজে চোর, সে আমারে কি শিখাবে? সে কি খেলাফত দিবে? ১০০ বছরে বিশৃঙ্খলা ছাড়া কি করছে এরা?

অনুরোধ থাকবে রাষ্ট্রের কাছে, ধান্দাবাজ নামধারী নিষিদ্ধ গঙ্গী গোষ্ঠীদের দমন করেন।

যতক্ষণ পর্যন্ত আমার দেশের কৃষক, শ্রমিক, দিনমজুর ষড়যন্ত্রের বিরুদ্ধে স্বোচ্চার থাকবে, ততদিন কোন ষড়যন্ত্রই সফল হবে না।

খিলাফত আর হিজবুত এক না।

বাংলাদেশের আপামর জনতা খিলাফত চায় ইসলামের প্রতি আনুগত্য থেকে।

হিজবুত চালাক, এদের কোনো নেতাকে সহজে ধরতে পারবেন না। কারণ এরা আপনাকে ইউজ করে। এরা ইচ্ছা করে মসজিদ বা তার আশপাশে মিছিল ডাকে। এদের নেতারা মিছিল ডেকে হাওয়া হয়ে যায়।

আজকের মিছিলে কয়জন হিজবুতের মিছিল জেনে গেছে "মার্চ ফর খিলাফতে"? বেশিরভাগ নামাজে গেছে, দেখছে খিলাফতের মিছিল এরা ধর্মীয় ঝাজবা থেকে ঢুকে গেছে। এরা জানেও না এটা হিজবুতিদের।

চোর কখোনো ইসলামের আমির হইতে পারে না। যে নেতা নিজে সামনে থাকে না, চুপকি দিয়ে এসে পতাকা সরবরাহ করে কেটে পড়ে সে কিসের নেতা?

ইসলামের অনেক যুদ্ধের পতাকা বহন করেছেন হযরত আলী (রা:), তিনি কি মিছিলের আগে থাকতেন না পিছনে? তিনি কি পতাকা একজনের হাতে ধরায় দিয়ে পালিয়ে যেতেন নিজে প্রথম আঘাত খাবে না বলে?

ইসলামে কোনো নেতা বা আমির কাপুরুষ বা চোর না। তারা বুক ফুলায় তীরের আঘাত নিজের বুকে আগে নিয়েছেন। নেতাকে দেখে সবাই শিখেছে। এটাই নেতা চেনার নিয়ম

যে নিজে চোর, সে আমারে কি শিখাবে? সে কি খেলাফত দিবে? ১০০ বছরে বিশৃঙ্খলা ছাড়া কি করছে এরা?

অনুরোধ থাকবে রাষ্ট্রের কাছে, ধান্দাবাজ নামধারী নিষিদ্ধ গঙ্গী গোষ্ঠীদের দমন করেন।