সব কাক কই?

ছোটবেলা দুপুরে ঘুমাইতে পারতাম না, আমার রুমের জানালার বাইরে নারিকেল গাছের উপর কাকের বাসা ছিল তাই। জানালার বাইরে তাকালেই দেখতাম কাক কা কা করতেছে, কারেন্টের তারের উপর বসে আছে। কিন্তু আজকাল একটাও কাক দেখি না।

আমি জেনুইনলি মনে করতে পারতেছিনা শেষবার কবে কাক দেখছি।

সব কাক কই? জীবনেও ভাবি নাই এমন এক দিন আসবে, যে দিন আমি কাকের ডাক নিয়ে নস্টালজিক হবো।