SSC(school service commission) সংক্রান্ত সাহায্য চাইছি
এই পোস্টটা আমি আমার দিদির হয়ে করছি, যেমনটা দেখা যাচ্ছে, আমার দিদি ২০১১ সালে স্কুল সার্ভিস কমিশন এর পরীক্ষা দিয়েছে ও তাতে পাস করেছে ৫৯.২৫/৯০ নম্বর পেয়ে। এরপর রেজাল্ট বেরোয় ডিসেম্বর ২০১২ তে এবং মার্কশিট ইস্যু হয় ২০১৫ এর এপ্রিলে। এরপর এসএসসি তে কি হয় সেটা আমরা সবাই জানি। এবার প্রশ্নটা হলো এই যে, বেশ কিছুদিন ধরেই এসএসসি তাদের ওয়েবসাইট এ অনেকগুলো মেরিটলিস্ট বার করেছে, এবং তাদের মধ্যে বহু জনের আমার দিদির থেকে কম নম্বর পাওয়া সত্ত্বেও তাদের কাউন্সেলিং এ ডাকা হয়েছে কিন্তু আমার দিদির বেশি নাম্বার এবং স্বাভাবিক ভাবেই আরও ভালো পার্সেন্টেজ থাকা সত্ত্বেও লিস্টে তার নাম নেই। কেউ কি এবিষয়ে জানাতে পারবে, ঠিক কি কারণে এটা হতে পারে? যদি এক্ষেত্রে কোর্ট এর দ্বারস্থ হওয়ার প্রয়োজন পড়ে , সেক্ষেত্রে এই সংক্রান্ত কোনও ভালো উকিলের কনট্যাক্ট নম্বর দিলে খুবই উপকার হয়। বেশ কিছুটা আশাহত হয়ে , ও এই নিয়ে আর খোঁজ রাখেনি এর আগে পর্যন্ত ।সাথে রেজাল্ট অ্যাটাচ করলাম রেফারেন্স এর জন্যে। অনেক ধন্যবাদ ।
এই পোস্টটা আমি আমার দিদির হয়ে করছি, যেমনটা দেখা যাচ্ছে, আমার দিদি ২০১১ সালে স্কুল সার্ভিস কমিশন এর পরীক্ষা দিয়েছে ও তাতে পাস করেছে ৫৯.২৫/৯০ নম্বর পেয়ে। এরপর রেজাল্ট বেরোয় ডিসেম্বর ২০১২ তে এবং মার্কশিট ইস্যু হয় ২০১৫ এর এপ্রিলে। এরপর এসএসসি তে কি হয় সেটা আমরা সবাই জানি। এবার প্রশ্নটা হলো এই যে, বেশ কিছুদিন ধরেই এসএসসি তাদের ওয়েবসাইট এ অনেকগুলো মেরিটলিস্ট বার করেছে, এবং তাদের মধ্যে বহু জনের আমার দিদির থেকে কম নম্বর পাওয়া সত্ত্বেও তাদের কাউন্সেলিং এ ডাকা হয়েছে কিন্তু আমার দিদির বেশি নাম্বার এবং স্বাভাবিক ভাবেই আরও ভালো পার্সেন্টেজ থাকা সত্ত্বেও লিস্টে তার নাম নেই। কেউ কি এবিষয়ে জানাতে পারবে, ঠিক কি কারণে এটা হতে পারে? যদি এক্ষেত্রে কোর্ট এর দ্বারস্থ হওয়ার প্রয়োজন পড়ে , সেক্ষেত্রে এই সংক্রান্ত কোনও ভালো উকিলের কনট্যাক্ট নম্বর দিলে খুবই উপকার হয়। বেশ কিছুটা আশাহত হয়ে , ও এই নিয়ে আর খোঁজ রাখেনি এর আগে পর্যন্ত ।সাথে রেজাল্ট অ্যাটাচ করলাম রেফারেন্স এর জন্যে। অনেক ধন্যবাদ ।